10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সাংবাদিক কনক সারোয়ার ও মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাংবাদিক কনক সারোয়ার ও মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - the Bengali Times
সাংবাদিক কনক সারোয়ার বাঁয়ে ও মেজর দেলোয়ার পুরোনো ছবি

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সাইবার ট্রাইব্যুনাল।আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিন ট্রাইব্যুনাল পুলিশের দেওয়া চার্জশিটও আমলে গ্রহণ করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম বিষয়টি জানান।

- Advertisement -

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles