15.7 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

নদীর স্রোতে ভেসে গেলেন নারী, অসহায়ভাবে তাকিয়ে দেখলেন সঙ্গীরা

নদীর স্রোতে ভেসে গেলেন নারী, অসহায়ভাবে তাকিয়ে দেখলেন সঙ্গীরা

বর্ষায় ফুলে-ফেঁপে ওঠেছে নদী। এর মধ্যেই দলবদ্ধভাবে নদী পার হচ্ছিলেন এক নারী। কিন্তু টাল সামলাতে পারলেন না। ভেসে গেলেন নদীর স্রোতে। অসহায়ের মতো সেই দৃশ্য দেখলেন তার সঙ্গীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভারতের তেলঙ্গানা রাজ্যের ভাদরাদরি কোঠাগুদেমের কুমারাভাগুতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর খোঁজ এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, দক্ষিণ ভারতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। ফলে গত দুই দিন ধরে তেলঙ্গানা, কর্নাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যেই তেলঙ্গানায় প্রবল বৃষ্টিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়াও রাজ্যের মুলুগু জেলায় মুত্থালাধারা জলপ্রপাত দেখতে গিয়ে আটকা পড়েন ৪২ জন পর্যটক। তাদের উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তেলঙ্গানায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আগামী দুই দিন রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে ভারী বৃষ্টিতে বেড়েছে গোদাবরী নদীর পানির স্তর। অন্যদিকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে খাম্মাম, নলগোন্ডা, সূর্যপেট, মেহবুবাবাদ, জনাগাঁও, সিদ্দিপেট, হায়দরাবাদে।

- Advertisement -

Related Articles

Latest Articles