19.1 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

টানা ৭ দিন ধরে কেঁদেই চলেছেন যুবক, কারণ কী?

টানা ৭ দিন ধরে কেঁদেই চলেছেন যুবক, কারণ কী?
এই রেকর্ড গড়তে গিয়ে তিনি প্রায় ৪৫ মিনিট আংশিক অন্ধ হয়ে যান

গিনেস বুকে রেকর্ড গড়ার যেন মানুষ কত কিছুই না করছেন! তাই বলে টানা সাত দিন ধরে কাঁদবেন! শুনলে অবাক করার মতো হলেও নাইজেরিয়ার এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, গিনেস বুকে নাম ওঠাতে অদ্ভুত এ পন্থা বেছে নেন নারিজেরিয়ার যুবক টেম্বু এবে। এতে করে নিজের সর্বনাশ ডেকে এনেছেন তিনি। বিশ্বরেকর্ড গড়তে গিয়ে তার চোখ প্রায় অন্ধ হতে বসেছে।

- Advertisement -

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেম্বু এবে তার চোখের আংশিক দৃষ্টি হারিয়েছেন। এই রেকর্ড গড়তে গিয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ওভাবেই অজ্ঞান হয়ে ছিলেন তিনি।

বিবিসি দাবি করেছে, এই রেকর্ড গড়তে গিয়ে তিনি প্রায় ৪৫ মিনিট আংশিক অন্ধ হয়ে যান। নিজেকে কমেডিয়ান দাবি করা এবে তার বিভিন্ন ভিডিও টিকটকে পোস্ট করতেন। তিনি তার অনুসারীদের বলেন, আপনার সমস্যার কথা জানান, আমি আপনাদের জন্য কাঁদব।

ডেইলি মেইলের এক ছবিতে দেখা যায়, টেম্বু একটি লাইভ টাইমারের পাশে চেয়ারে বসে কাঁদছেন। সেখানে দুই ঘণ্টা পার হয়েছে তা দেখা যাচ্ছে। টেম্বুর এ ভিডিও বিশ্বব্যাপী ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে। অনেকে লিখেছেন, চালিয়ে যান, আপনি পারবেন।

তবে শেষমেশ গিনেস বুকে তার রেকর্ড গড়া হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles