26.4 C
Toronto
মঙ্গলবার, মে ২১, ২০২৪

মাঝ আকাশে জ্ঞান হারালেন পাইলট, হাল ধরলেন যাত্রী

মাঝ আকাশে জ্ঞান হারালেন পাইলট, হাল ধরলেন যাত্রী
প্রতীকী ছবি

ছোট্ট একটি প্লেন। একজনই যাত্রী ছিলেন তাতে। পাইলটকে ধরলে দুইজন মানুষ। সেই প্লেনকে একাই এয়ারপোর্টে নামালেন ৬৮ বছর বয়সী নারী যাত্রী। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ পিপার মেরিডিয়ান মডেলের প্লেনটি নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটসের দিকে যাচ্ছিল। কিন্তু রানওয়েতে নামার ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন ৭৯ বছর বয়সী চালক। ককপিটে অচেতন হয়ে পড়ে যান তিনি। এরপর প্লেনের হাল ধরেন ওই নারী।

- Advertisement -

প্লেন চালানোর তেমন কোনও প্রশিক্ষণ ছিল না তার। তবুও তিনি প্লেনটি নামাতে সক্ষম হন। তবে এয়ারপোর্টে নামার সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেনটি। প্রতিবেদন অনুযায়ী, ম্যাসাচুসেটসের এয়ারপোর্টে ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করেই প্লেনটি নামিয়েছেন ওই যাত্রী। সে কারণে কিছুটা চোটও লেগেছে তার। তবে পাইলটের অবস্থা আশঙ্কাজনক। বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এই ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

- Advertisement -

Related Articles

Latest Articles