15.7 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

মাঝ আকাশে বিমানেও ভিক্ষুক!

মাঝ আকাশে বিমানেও ভিক্ষুক!
সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের বিমানে ভিক্ষাবৃত্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে

সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের বিমানে ভিক্ষাবৃত্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরা এক পাকিস্তানি নাগরিক বিমানের আসনের মাঝখানের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অর্থ দাবি করছেন। তার হাতে একটি কাগজও ছিল। এ নিয়ে দেখা দিয়েছে সমালোচনা, ‘ট্রলিং’। খবর দ্য ট্রিবিউনের।

প্রতিবেদনে বলা হয়, ওই পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষুক নই। আমি অনুদান চাইছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছি। আমি শুধু বলেছিলাম আপনি চাইলে মাদ্রাসার জন্য অর্থ দান করতে পারেন। আপনার সিট থেকে উঠার দরকার নেই, আমি আপনার আসনের কাছে আসছি।’

- Advertisement -

তবে কোন বিমানে তিনি ভিক্ষা চেয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ‘ট্রলিং’ এর শিকার হন এই পাকিস্তানি নাগরিক। অনেকে মন্তব্য করেন, ‘দেশের প্রধানমন্ত্রীই তো সর্বক্ষণ ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। সাধারণ নাগরিকের সেখানে টাকা চাইতে অসুবিধা কোথায়?’

আরেক জন মন্তব্য করেন, ‘আরে দাদা, ভিক্ষা করা সহজ নাকি। টাকা চাওয়াও একটা শিল্প। সবাই কি সেটা পারে নাকি। পাকিস্তানের এ ব্যাপারে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এটাকে মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয়।’

- Advertisement -

Related Articles

Latest Articles