10.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

সৌদি আরবের দাম্মামে আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

- Advertisement -

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

আগুনের সূত্রপাত কী থেকে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

- Advertisement -

Related Articles

Latest Articles