13.5 C
Toronto
সোমবার, মে ৬, ২০২৪

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

জানতে চাইলে নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। লঞ্চটি সকাল থেকে চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল।

দুর্ঘটনার সময় লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

- Advertisement -

Related Articles

Latest Articles