2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ‘বিশ্বের মডেল’: পররাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ‘বিশ্বের মডেল’: পররাষ্ট্রমন্ত্রী - the Bengali Times

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ একটি ‘মডেল’ হয়ে উঠেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

- Advertisement -

জাতিসংঘ দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এক সম্মেলনে তিনি এ কথা জানান।

বৈশ্বিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি জানান, কম কার্বন নিঃসরণকারী হয়েও বাংলাদেশ পৃথিবীর সপ্তম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।

“ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান হিসেবে ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, বিশেষ করে অভিযোজনের ক্ষেত্রে বৈশ্বিক পরিমণ্ডলে এক মডেলে পরিণত হয়েছে।”

সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মোমেন বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে ব্যয়বহুল হলেও সোলারপ্লান্টসহ বেশকিছু জলবায়ু সহনশীল প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া আমরা মুজিব জলবায়ু সমৃদ্ধি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর এ সম্মেলনের আয়োজন করে আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে দিনব্যাপী সম্মেলনকে গভর্নিং ন্যাচার, গভর্নিং বে অব বেঙ্গল এবং গভর্নিং সাসটেইনেবিলিটি শিরোনামে ভাগ করা হয়।

সম্মেলনের শেষ পর্বে ‘আওয়ার প্ল্যানেট, আওয়ার ফিউচার’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

বিভিন্ন সেশনে বক্তব্য দেন ড. মশিউর, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাস্বামী, শ্রীলংকার রাষ্ট্রদূত অধ্যাপক সুদর্শন ডিএস সেনিভিরাত্নে, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সলিমুল হক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল আন্ড স্ট্রাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমোডোর মোহাম্মাদ নূরুল আবসার।

সূত্র : বিডি নিউজ ২৪

- Advertisement -

Related Articles

Latest Articles