0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

জয়ার প্রশ্ন, সত্যি সত্যিই কি অর্ধেক হয়?

জয়ার প্রশ্ন, সত্যি সত্যিই কি অর্ধেক হয়? - the Bengali Times
জয়া আহসান ও অর্ধাঙ্গিনী সিনেমার পোস্টার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এটি মুক্তি পাচ্ছে আগামী ২ জুন পশ্চিমবাংলার প্রেক্ষাগৃহে- এমনটাই জানালেন জয়া। সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন, সত্যি সত্যিই কি অর্ধেক হয়?

প্রশ্নের উত্তর না দিলেও জয়া জানান, সব উত্তর মিলবে আগামী ২ জুন। ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর সফলতার পর এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেখানেই সব প্রশ্ন উত্তর খুঁজে পাবে দর্শক।

- Advertisement -

‘অর্ধাঙ্গিনী’তে জয়ার পাশাপাশি রয়েছেন চূর্ণি গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্যসহ অনেকে। অম্বরিশকে একদম নতুন ভাবে দেখা যাবে এই সিনেমায়। এতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

মূলত, দুই নারীর জীবনের গল্প নিয়ে ‘অর্ধাঙ্গিনী’র চিত্রনাট্য। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়ে দুই নারীর জীবন- তাই তুলে ধরা হবে সিনেমার গল্পে।

- Advertisement -

Related Articles

Latest Articles