3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আজ টাইগাররা জিতবেতো?

আজ টাইগাররা জিতবেতো? - the Bengali Times

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগারদের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচেই হতাশাজনক হার। এ পরিস্থিতিতে জয় পেতে চাইবে টাইগাররা।

- Advertisement -

অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজও জয় পেতে মরিয়া। তাদের অবস্থাও একই। জয় পেতে উইন্ডিজ দলে দু’একটি পরিবর্তন দেখা যেতে পারে। মাঠে নামতে পারেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগাররা কি আজ জিতবে? এমন প্রশ্ন সবার মনে। ওয়েস্ট ইন্ডিজও সহজেই ছেড়ে দেবে না।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি। গাজী টিভি ও টি-স্পোটর্স ম্যাচটি সরাসরি দেখাবে।

আরও পড়ুন : মাহমুদউল্লাহদের পারফরম্যান্সে হতাশ প্রবাসী বাঙালিরা

এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা আর থাকবে না। এ কারণে জয় অপরিহার্য মনে করেই খেলতে হবে।

অন্য দিকে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। বিশ্বকাপে তাদের টিকে থাকতে হলে ম্যাচ জিততে হবে। তাই তারা যে মরন ছোবল দিতে চাইবে, সে অপ্রত্যাশিত নয়।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles