15 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

চলন্ত বাইক থেকে লাফিয়ে ‘সম্ভ্রম বাঁচালেন’ তরুণী!

চলন্ত বাইক থেকে লাফিয়ে ‘সম্ভ্রম বাঁচালেন’ তরুণী!
প্রতীকী ছবি

ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে এক তরুণীর লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত ২১ এপ্রিল রাতে ভারতের বেঙ্গালুরু রাজ্যের একটি সড়কে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

- Advertisement -

ওই নারীর অভিযোগ, বাইকের চালক খারাপ উদ্দেশ্যে তাকে স্পর্শ করে এবং তাকে অন্য গন্তবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে কারণে নিজেকে রক্ষার জন্য চলন্ত বাইক থেকে লাফ দেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত ১১টার দিকে ওই নারী র‌্যাপিডো অ্যাপে একটি রাইড বুক করেছিলেন।

চালক ওই নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে ওটিপি চেক করতে চান। এরপর হঠাৎ উল্টো দিকে যেতে শুরু করেন এবং মোবাইলও ফেরত দেননি।

ওই নারী পুলিশকে জানিয়েছেন, চলন্ত গাড়িতে তাকে চেপে (খারাপ উদ্দেশ্যে) ধরার চেষ্টা করেছিলেন ওই চালক।
এরপর
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় আবরার বিএমএস কলেজের কাছে দ্রুতগামী বাইক থেকে লাফিয়ে পড়েন তিনি। এ সময় কলেজের নিরাপত্তাকর্মী ওই নারীকে সাহায্য করতে ছুটে এলে আরোহী পালিয়ে যান।

অভিযুক্তের নাম দীপক রাও (২৭)। তার বাড়ি অন্ধ্র প্রদেশে। তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles