4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পরজন্ম

পরজন্ম

এ জনমে ছেড়ে দিলাম তোমাকে ।
পরের জনমে আবার এসো ।
তখন আমায় অনেক বেশী ভালোবেসো ।

- Advertisement -

ধ্যাত পরের জন্ম বলে কিছু আছে নাকি ?সবই তো কল্প কাহিনী।
তবুও ভাবতে ক্ষতি কি ? আবার যদি জন্ম নেই,
সব স্বপ্নগুলো পুরন করে নেবো ।
কি সব ভাবনা? সব সপ্ন কি কখনো পুরন হয়?

সব অপ্রাপ্তিতে কি কখনো প্রাপ্তি আসে? সব চাওয়া কি কখনো পূর্ণতা লাভ করে?
না করে নাতো ? তবুও আমি সপ্ন দেখি আবার যদি পরজন্মে ফিরে আসি?
তখন আমি শিশির ভেজা সবুজ ঘাসে ছুটে বেড়াবো তোমাকে নিয়ে।
নদীর জলে সাঁতার কাটবো । তখন তুমি আমার সাথে থাকবেতো ?
আর পাহাড়ের চুড়ায় ঘর বাঁধবো আমার একার জন্য।

বৃষ্টি না হলে গান গাইবো ,” আয় বৃষ্টি ঝেপে , ধান দেবো মেপে”
যখন ঝুম বৃষ্টি নামবে তখন গান করবো , “ আজি ঝর ঝর মুখোর বাদলও দিনে।
যাও এজনমে তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পরজন্মে ফিরে এসো কিন্তু,
তখন আমায় ভালবেসো অনেক বেশী ।

ম্যাল্টন, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles