6.4 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত, দাবি সাইফের

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত, দাবি সাইফের
ফাইল ছবি

কারিনা কাপুর এবং সাইফ আলি খান একে অপরের আলোয় আলোকিত নন। দুজনেই বলিউডের দুই আলাদা নক্ষত্র। তাদের বয়সের তফাৎ ১০ বছরের। সাইফের জন্ম ১৯৭০ সালের আগস্টে আর কারিনার ‘৮০ সালের সেপ্টেম্বরে। যদিও পথ বেঁধেছেন একসঙ্গে। ২০১২ সালে বিয়ে করেন তারা।

এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। সাইফ এর পরই উদাহরণ দেন নিজের দাম্পত্যের। তিনি জানান, কারিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভালো ব্যাপার। সাইফ বলেন, ‘ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়।’

- Advertisement -

অভিনেতা এর আগে বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। সেই সম্পর্কে বিচ্ছেদ আসে। ২০০৮ সালে ‘তশন’ ছবির সেটে প্রেমে পড়েন সাইফ-কারিনা। বিয়ে করেন দুই বছর পরে। তাদের প্রথম সন্তান তৈমুর পৃথিবীর আলো দেখে ২০১৬ সালে। ২০২১ সালে জন্ম হয় জাহাঙ্গিরের। কারিনার সঙ্গে বিয়ে হওয়া প্রসঙ্গে সাইফ বলেন, ‘আমার জীবনে ঘটা সবচেয়ে ভালো ঘটনা এটা।’

সূত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles