3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আকাশে শকুন উড়ছে: শামীম ওসমান

আকাশে শকুন উড়ছে: শামীম ওসমান
জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছবি সংগৃহীত

স্বাধীনতাবিরোধী শক্তিকে শকুন হিসেবে আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উড়ছে। এই অপশক্তি যে কোনো সময় বাংলাদেশের মানচিত্রে আবারও থাবা দেবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

- Advertisement -

শামীম ওসমান বলেন, পাকিস্তানের দোসরদের আশ্রয়-প্রশ্রয়ে বঙ্গবন্ধুর খুনিরা এখনও দেশে বহাল তবিয়তে আছে এবং গণতন্ত্রের কথা বলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে তারা বারবার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: ‘শামীম ওসমান এখন ১৬ বছরের টগবগে যুবক’

দুঃখ প্রকাশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশে ভালো মানুষের খুবই অভাব লক্ষ্য করা যাচ্ছে। ভণ্ডামি ও চাটুকারদের দাপটে ভালো মানুষগুলো কোণঠাসা হয়ে পড়ছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল ও জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles