2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তালেবানরা পাকিস্তানের দখল নিলে অবাক হব না: তসলিমা নাসরিন

তালেবানরা পাকিস্তানের দখল নিলে অবাক হব না: তসলিমা নাসরিন

নজিরবিহীন অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ঘাটতির মধ্যে দিন পার করছে পাকিস্তান। সম্প্রতি দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলাদেশি প্রবাসী লেখক তসলিমা নাসরিন।

- Advertisement -

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তসলিমা লিখেছেন, আইএস -এর প্রয়োজন নেই। পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পাকিস্তানি তালেবানই যথেষ্ট। এই লেখক আরও লিখেছেন, আমি অবাক হব না, যদি আফগানিস্তানের মতো একদিন পাকিস্তানেরও দখল নেয় তালেবান।

গত শুক্রবার পাকিস্তানে করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে ব্যাপক হামলা চালায় সন্ত্রাসীরা। প্রায় টানা চার ঘণ্টা ধরে গোলাগুলি চলে হামলাকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে। এরপরেই ওই ভবন জঙ্গিমুক্ত করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে দেশটির দুই নিরাপত্তা বাহিনীর সদস্য, পাঁচ জঙ্গিসহ ৯ জন নিহত হয়েছেন। এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

এর আগে গত ৩০ জানুয়ারি দেশটির পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকায় এক মসজিদে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। সেই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন দেশটির নিরাপত্তা কর্মী।

- Advertisement -

Related Articles

Latest Articles