22.1 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

স্ত্রী ভেবে অন্য নারীকে ভালোবাসা জানিয়ে বিপাকে স্মিথ

স্ত্রী ভেবে অন্য নারীকে ভালোবাসা জানিয়ে বিপাকে স্মিথ
স্টিভ স্মিথ ও ডানি উইলিস পুরোনো ছবি

আজ ১৪ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রীকে ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে স্ত্রীর নামেই অন্য এক নারীকে ম্যাসেজ ট্যাগ করেছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। পরে অবশ্য সেই টুইট মুছে দিয়েছেন। তবে সেই টুইট স্মিথের স্ত্রীর নজরে পড়েছে কি না, জানা যায়নি।

- Advertisement -

টুইটারে স্মিথ লিখেছেন, ‘আমার সুন্দরী স্ত্রী ডানি উইলিসকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। তোমাকে দু-এক দিনের মধ্যেই দেখার তর সইছে না।’

কিন্তু এই কথাগুলো লিখে টুইটারে স্ত্রীকে ট্যাগ করতে গিয়ে স্মিথ ভুলে ট্যাগ করে ফেলেছেন ডানি উইলিস নামের অন্য এক নারীকে। ভুলটা ধরিয়ে দিয়েছেন টুইটারেই স্মিথের অনুসারীরা। তা দেখে দ্রুত মুছে ফেলেছেন স্মিথ।

স্মিথের স্ত্রী ডানি উইলস টুইটারে খুব একটা নিয়মিত না। ২০১৮ সালের পর কোনো টুইটই করেননি। কিন্তু মুছে ফেলা টুইটের স্ক্রিনশটটি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই ডানি উইলিসের সেটা চোখে পড়তে পারে যেকোনো সময়।

- Advertisement -

Related Articles

Latest Articles