4.3 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’

‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’
প্রতীকী ছবি

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কত চেষ্টাই না করে। কিন্তু চীনের এক তরুণী যা করেছেন তা রীতিমতো ভাইরাল। বিয়েতে তিনি তার সাবেক প্রেমিকদের দাওয়াত দিয়েছেন। একটি টেবিলও ঠিক করে রেখেছিলেন। সেই টেবিলে লেখা ছিল ‘সাবেক প্রেমিকদের জন্য’। বিয়েতে সাবেক প্রেমিকরা যোগ দিয়েছিলেনও। বিয়েতে তাদের শান্তশিষ্টই দেখা গেছে। তবে তাদের চেহারায় বিব্রত ভাবও ফুটে উঠেছিল। সাবেক প্রেমিকার বিয়ের উৎসবের আনন্দময় পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারছিলেন না।

বিয়ের সেই টেবিল ও তাতে বসা প্রেমিকদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। চীনের হুবেই প্রদেশে গত ৮ জানুয়ারি হয়েছিল সেই বিয়ে। টেবিলে কমপক্ষে ৫ জন পুরুষ বসা ছিলেন। তাদের সঙ্গে অবশ্য দু’জন নারীও ছিলেন। তারা সেই তরুণীর সাবেক প্রেমিকদের বর্তমান সঙ্গী বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

সেই টেবিল যাতে চীনা ভাষায় লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’

বিয়েতে সাবেক প্রেমিকদের দাওয়াত দিয়ে বাহবা কুড়াচ্ছেন চীনের সেই তরুণী। অনেকেই বলছেন, ‘তার সাহস আছে’। কেউ কেউ সমালোচনাও করছেন। একজন মজা করে লিখেছেন, ‘বিয়েতে বউয়ের সাবেক প্রেমিকদের দেখে বরের চেহারা কেমন হয়েছিল আমি কল্পনা করতে পারছি’।

- Advertisement -

Related Articles

Latest Articles