4.1 C
Toronto
রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

দরজার হ্যান্ডেলে ত্রুটি, ৪ দিন ধরে বাথরুমে আটকে থাকলেন নারী

দরজার হ্যান্ডেলে ত্রুটি, ৪ দিন ধরে বাথরুমে আটকে থাকলেন নারী

শৌচাগারে বন্দি ৪ দিন ধরে। চিৎকার-আওয়াজ করেও লাভের লাভ কিছুই হয়নি। ৪ দিন ধরে কোনও খাবার না খেয়ে ছিলেন ওই নারী। ভেবেছিলেন কেউ হয়তো সাহায্য করবে না তাকে। অবশেষে এক ফোন কলেই উদ্ধার হন ওই নারী। সম্প্রতি সিঙ্গাপুরে এ ঘটনাটি ঘটেছে।

- Advertisement -

সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ৩১ বছর বয়সী ইয়াং তার বাড়ির বাথরুমে গিয়েছিলেন। দরজা খুলে বাইরে আসার চেষ্টার সময়ে আচমকা দরজার হাতল ভেঙে যায়। বাথরুমের দরজা তারপর থেকে কোনওভাবেই খোলা যাচ্ছিল না।

সেই সময়ে তার কাছে মোবাইলও ছিল না। তাই তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ৪ দিন ধরে তিনি খাবার ছাড়াই ভিতরে আটকে ছিলেন। চিৎকার করেও লাভের লাভ কিছু হয়নি। বেশ কিছু দিন ধরে যোগাযোগ করে উঠতে না পেরে শেষে তার বাবা-মা পুলিশকে জানান। পুলিশ দরজা ভেঙে ওই নারীকে বাথরুম থেকে উদ্ধার করে।

উদ্ধার হওয়ার পরে ওই নারী জানান, এটি তার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। তার মনে হয়েছিল যে এখন সে বাঁচতে পারবেন না।

কিছুদিন আগে থাইল্যান্ডেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন নারী ৩ দিন বাথরুমে আটকে গিয়েছিল। সেখানে ট্যাঙ্কের পানি পান করে বেঁচে ছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles