3.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পাক নায়িকার

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পাক নায়িকার
সায়েদা মেহরিন শাহ

প্রযোজকদের বিরুদ্ধে নায়িকাদের যৌন হেনস্থার অভিযোগ ভারতে প্রায়সই দেখা যায়। এবার ভারতীয় এক প্রযোজকের বিরুদ্ধে এমনই এক অভিযোগ আনলেন পাকিস্তানি অভিনেত্রী। তার নাম সায়েদা মেহরিন শাহ।

ভারতীয় প্রচার মাধ্যম জি নিউজ জানায়, বাকুতে শ্যুটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

- Advertisement -

সেখানেই করাচির এক প্রযোজক আহসান আলি জাইদি ও ভারতীয় প্রযোজক রাজ গুপ্তার বিরুদ্ধে যৌন্ হেনস্থার অভিযোগ করেন এই অভিনেত্রী। তাঁর দাবি বাকুতে শ্যুটিং চলাকালীন সময়ে পরিচালক ও ছবির ক্রু মেম্বাররা দুর্ব্যবহার করেন সায়েদার সঙ্গে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী বলছেন তিনি এখন বাকুতে শ্যুটিং করছেন। সেখানেই তাঁকে কুপ্রস্তাব দেন আহসান আলি জাইদি ও রাজ গুপ্তা। সেই প্রস্তাব খারিজ করার পর থেকেই শুরু হয় সমস্যা।

তিনি ভিডিওতে বলেন যে, ‘এই ভিডিও করার উদ্দেশ্যই হলে, যাঁরা আমার মতো এই ইন্ডাস্ট্রিতে আছেন, তাঁদের সাবধান করা। সায়েদ আহসান আলি জাইদির সঙ্গে এটা আমার প্রথম অভিজ্ঞতা। একজনের রেফারেন্সে তাঁর সঙ্গে আমার পরিচয়। আমি নিশ্চিত, ওই ব্যক্তি এই বিষয়ে কিছু জানেন না। ’

- Advertisement -

Related Articles

Latest Articles