12.2 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কড়া পুলিশি প্রহরায় কুমিল্লার পথে ইকবাল

কড়া পুলিশি প্রহরায় কুমিল্লার পথে ইকবাল - the Bengali Times

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

অভিযুক্ত ইকবালকে কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহানের নেতৃত্বে শুক্রবার ভোরে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি টিম।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে ইকবালকে। সেখানে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : ছাত্রলীগ নেতার গান শোনার পর পরিচয় প্রকাশ করে ইকবাল

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আরটিভি নিউজকে জানান, আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

গেল ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার ঘটনার খবর দেশে ছড়িয়ে পড়লে কয়েকটি জেলার উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles