1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সময়ানুবর্তিতায় পিছিয়ে কানাডার এয়ারলাইন্স

সময়ানুবর্তিতায় পিছিয়ে কানাডার এয়ারলাইন্স
সিরিয়াম জানিয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এয়ার কানাডার ১ লাখ ৪৩ হাজার ফ্লাইটের মধ্যে সময় মেনে পরিচালিত হয়েছে ৫৫ দশমিক ৬ শতাংশ

কানাডার প্রধান দুটি উড়োজাহাজ পরিবহন সংস্থা ২০২২ সালে সময়োপযোগী কার্যক্রম সম্পাদনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে এভিযেশন অ্যানালিটিক্স কোম্পানি সিরিয়াম। প্রতিষ্ঠানটি বলছে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ব্যস্ততম ১০টি এয়ারলাইনের মধ্যে সময়ানুবর্তিতায় সবচেয়ে পিছিয়ে রয়েছে এয়ার কানাডা। এর পরেই অবস্থান কানাডার আরেক উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট এয়ারলাইন্স লিমিটেডের।

সিরিয়াম জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এয়ার কানাডার ১ লাখ ৪৩ হাজার ফ্লাইটের মধ্যে সময় মেনে পরিচালিত হয়েছে ৫৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, নির্ধারিত সময়ের সর্বোচ্চ ১৫ মিনিট পরে ছেড়েছে এসব ফ্লাইট। ওয়েস্টজেট সময়মতো পরিচালিত করতে পেরেছে ৬০ দশমিক ৭ শতাংশ ফ্লাইট, সংখ্যার হিসেবে যা ৮৯ হাজার।

- Advertisement -

সময়ানুবর্তিতায় সবার উপরে রয়েছে ডেল্টা এয়ার লাইন্স। তারা নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইট পরিচালন করেছে ৯ লাখ ৬০ হাজার। তবে গত সপ্তাহে তুষার ঝড়ের কারণে ফ্লাইট সূচিতে যে বিঘœ তা এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়নি। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Related Articles

Latest Articles