8.2 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নিকুঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিকুঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর নিকুঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

রোজিনা আক্তার জানান, নিকুঞ্জের একটি ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।

রোজিনা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগা ভবনটি কোন প্রতিষ্ঠানের তা নিয়ে দুরকম তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্রে জানা গেছে এটি নিকুঞ্জ সিটি ডেন্টাল কলেজের ভবন। কলেজটির এক কর্মকর্তা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ভবনে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে দ্বিতীয়বার জানতে চাইলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, স্থানীয় লোকদের কাছ থেকে ভবনটির ভিন্ন ভিন্ন নাম পাচ্ছেন তারা।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles