5.5 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘এখন থেকে নিজের সুখের জন্য যা দরকার তাই করবো’

‘এখন থেকে নিজের সুখের জন্য যা দরকার তাই করবো’
শাহ হুমায়রা সুবাহ ফাইল ছবি

আজ থেকে নরম মনের বোকা আবেগী সুবহাকে মেরে ফেলবো। না আর কাউকে ভালোবাসবো, না কারো জন্য মায়া বাড়াবো। পাথর হয়ে যাবো আর অনেক স্বার্থপর হয়ে যাবো, কারো কোনো হেল্প করবো না। কারণ আমার খারপ সময়ে হাতে গোনা কয়েকটি মানুষ ছাড়া কেউ ছিলো না। যে ক’দিন বাঁচবো- নিজের মতো করেই বাঁচবো, ইনশাআল্লাহ।

অনেক জুলুম করেছি নিজের ওপর অনেক কেঁদেছি মানুষের ভালবাসা পাওয়ার জন্য। এখন থেকে নিজের সুখের জন্য যা করা দরকার তাই করবো কারণ, দিন শেষে কেউ এসে টাকা দিয়ে যাবে না আমাকে আর নিন্দুকেরা নিন্দাই করতে পারবে।

- Advertisement -

নিজেকে ভালোবাসা জরুরি, ভালো রাখাই প্রয়োজন কারণ আজ আমি মরলে কালকে আমার মা ছাড়া সবাই ভুলে যাবে। আগের সুবহা মারা গেছে ফ্রেন্ডস।

(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles