15 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

কানাডিয়ানদের আর্থিক অবস্থা এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ

কানাডিয়ানদের আর্থিক অবস্থা এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ
ছবিসিবাসটিয়ান স্টাম

গত এক দশকে কানাডিয়ানদের ব্যক্তিগত আর্থিক অবস্থা এতোটা খারাপ হয়নি বলে জানিয়েছে তারা। বাড়ির মূল্য কমলেও বাকি সব ক্ষেত্রে উচ্চমূল্যের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে তাদের।

একটি জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ কানাডিয়ান বলেছেন, তাদের আর্থিক অবস্থা গত বছরের চেয়ে খারাপ হয়েছে। আর্থিক অবস্থা উন্নতির কথা জানিয়েছে মাত্র ১৩ শতাংশ উত্তরদাতা।

- Advertisement -

ব্যক্তিগত আর্থিক অবস্থা, চাকরি নিরাপত্তা, অর্থনীতি ও বাড়ির দাম সম্পর্কে জানতে ন্যানোস রিসার্চ প্রতি সপ্তাহে ২৫০ জন কানাডিয়ানের ওপর সমীক্ষা চালায়। চার সপ্তাহের গড় ফলাফল প্রকাশ করে থাকে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ ন্যানোস কানাডিয়ান কনফিডেন্স সূচক টানা নবম সপ্তাহের মতো কমে ৪২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। সর্বশেষ দুটি অর্থনৈতিক সংকটের মধ্যে যা সর্বনি¤œ। অর্থনীতি নিয়ে কানাডিয়ানরা ব্যাপকভাবে হতাশ। সমীক্ষায় অংশ নেওয়া ৬৪ শতাংশ বলেছে, পরবর্তী ছয় মাসে পরিস্থিতির আরও অবনতি হবে বলে তারা মনে করছে। পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করে সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ৯ শতাংশ কানাডিয়ান। মার্চের পর থেকে আবাসন বাজার প্রসঙ্গে ৪০ শতাংশ কানাডিয়ান বলেছে, পরবর্তী ছয় মাসে বাড়ির দাম আরও কমবে। চাকরি হারানোর নিয়ে কিছুটা হলেও উদ্বেগে থাকার কথা জানিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া ১৩ শতাংশ কানাডিয়ান।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles