4.4 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে সানির খোলামেলা ছবি, কর্ণাটকে হইচই

শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে সানির খোলামেলা ছবি, কর্ণাটকে হইচই
বলিউডের নায়িকা সানি লিওন।

শেষেমেশ শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে ছাপা হয়ে গেল বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি। যা নিয়ে ইতিমধ্যে বেশ হইচই শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই অ্যাডমিট কার্ডের ছবিও ভাইরাল হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। সেইসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরও নড়েচড়ে বসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকে।

ওয়ানইন্ডিয়া, ইন্ডিয়া টাইমসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কর্ণাটকের শিবমোগা জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবির ঘরে দেখা গেল সানি লিওনের খোলামেলা একটি ছবি। এ নিয়ে সে রাজ্যের রাজনীতিকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

- Advertisement -

গত মঙ্গলবার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবির বিষয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা বিআর নাইডু। বিজেপি শাসিত ওই রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশকে পোস্টে ট্যাগ করে তিনি ভারতের কন্নড় ভাষায় লিখেছেন, ‘শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর ছবির বদলে সানি লিওনের অশ্লীল ছবি ছাপিয়েছে শিক্ষা দপ্তর। যে দলের সদস্যরা বিধানসভার পর্নফিল্ম দেখে সেই দলের কাছ থেকে এর বেশি আর কী পাওয়ার থাকতে পারে?’

নেতার এই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। এ ঘটনায় নেটিজেনদের কেউ কেউ বিজেপির সমালোচনা করেছেন, কেউ আবার এটি নিয়ে করেছেন তামাশা। কয়েকজন অবশ্য ছবিটিকে ভুয়া বলে দাবি করেছেন।

বিআর নাইডুর টুইটের জবাবে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানান, অ্যাডমিট কার্ডের ছবি পরীক্ষার্থী আপলোড করেছেন। সিস্টেমে যে ছবি আপলোড হয় সেটিই ফাইলের সঙ্গে যুক্ত হয়ে যায়।

যে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ভাইরাল হয়েছে তিনি জানিয়েছেন, তার স্বামীর এক বন্ধুকে দিয়ে তিনি শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ করিয়েছেন।

এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করার পাশাপাশি মামলা করার কথা জানিয়েছে কর্ণাটকের শিক্ষা দপ্তর।

- Advertisement -

Related Articles

Latest Articles