17.1 C
Toronto
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

লটারিতে ৩০৫ কোটি টাকা জিতেও যে কারণে জানাননি স্ত্রীকে

লটারিতে ৩০৫ কোটি টাকা জিতেও যে কারণে জানাননি স্ত্রীকে
লটারির পুরস্কার হাতে লি

ধনী হওয়ার আশায় মাঝেমধ্যে লটারি কিনতেন দক্ষিণ চীনের বাসিন্দা লি। কিন্তু সত্যিই যে লটারিতে তিনি একদিন বিপুল টাকা পেয়ে যাবেন তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।সম্প্রতি চীনের সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়, লটারিতে ২২ কোটি ইউয়ান (চীনা মুদ্রা) জেতেন লি। বাংলাদেশি টাকায় যা ৩০৫ কোটি টাকারও বেশি।

- Advertisement -

লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দ করেননি লি। পরিবারের সবার কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।

খেলাধুলার উন্নয়নের জন্য চীনা সরকার নিয়মিতভাবে ওই লটারির আয়োজন করে থাকে। সম্প্রতি দেশটির গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দপ্তরে লটারিতে পাওয়া টাকা নিতে যান লি।

নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দপ্তর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তারপরই বিষয়টি জানাজানি হয়। কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে সে উত্তর দিয়েছেন তিনি।

লি বলেন, ‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ এই খবর পেয়ে তারা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে পরিশ্রমের কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’

লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ লি দান করে দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles