8.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি’ : সাকিব

‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি’ : সাকিব

ভারত ম্যাচের আগে সরল স্বীকারোক্তি সাকিব আল হাসানের। বাস্তবতার নিরিখে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন- আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে (অস্ট্রেলিয়ায়) আসিনি।

- Advertisement -

সাকিবের কথায় যুক্তি আছে। বিশ্বকাপের ফেভারিটের তালিকায় ধারেকাছেও নেই বাংলাদেশ।

গত বছরের ১৫ নভেম্বরের আগে র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকার সুবাদে চলতি বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পায় বাংলাদেশ। না হয় বাছাইপর্বে যোগ্যতার প্রমাণ দিয়ে মূলপর্বের টিকিট নিতে হতো।

ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরাও অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্বে খেলার টিকিট পায়নি। বাছাইপর্বে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ক্যারিবীয়রা।

আগামীকাল বুধবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাংলাদেশ সময় বেলা ২টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

ভারত ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ভারত ফেভারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। পরিস্থিতি বুঝতেই পারছেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব, সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles