10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

থাপ্পড় খেয়ে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর তিন বছর কারাদণ্ড

থাপ্পড় খেয়ে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর তিন বছর কারাদণ্ড
প্রতীকী ছবি

শেরপুরে স্বামীকে থাপ্পড়। অতঃপর স্বামী লজ্জা-রাগ-অভিমানে আত্মহত্যা করেন। পরে স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা হয়। এ মামলায় লতা বেগম (৩৫) নামে ওই স্ত্রীকে আদালত তিন বছরের সশ্রম কারাদ দিয়েছেন। গতকাল শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

রায়ে ওই সাজার সঙ্গে লতা বেগমকে আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। লতা বেগম শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে আদালত খালাস দিয়েছেন।

- Advertisement -

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৮টার দিকে পারিবারিক বিবাদে বাড়ির লোকজনের সামনেই স্বামী সাইফুল ইসলামের গালে থাপ্পড় মারেন গৃহবধূ লতা। কিছু কিলঘুষিসহ তীর্যক ভাষায় স্বামীকে তিরস্কারও করেন লতা। স্ত্রীর থাপ্পড় হজম করে লজ্জা ও রাগে-ক্ষোভে সেদিন রাতেই সাইফুল বিষপানে আত্মহত্যা করেন। পরে সাইফুলের মা সাজেদা খাতুন ওই বছরের ৮ সেপ্টেম্বর লতা বেগমসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles