4.9 C
Toronto
শনিবার, অক্টোবর ২৩, ২০২১

হঠাৎ লাঠি দিয়ে যশকে মারতে গেলেন নুসরাত!

সংগৃহীত ছবি

যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের সম্পর্ক যত দিন যাচ্ছে, ততই যেন নতুন নতুন রং নিচ্ছে। রবিবার যশের জন্মদিনে বিস্ফোরক মন্তব্য করে খবরে এসেছেন নুসরাত। পরিষ্কার জানিয়েছেন, যশ তাদের সন্তানের ব্যাপারে কোনও দিন আপত্তি করেনি। এমনকী, অভিনেতাও জানিয়েছেন নুসরাতের সাফ কথা ছিল যশ দায়িত্ব নিতে না চাইলেও এই সন্তানকে তিনি পৃথিবীতে আনবেন।

কাল গোটা দিন নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি ছিল যশকে নিয়ে। ‘ড্যাড’, ‘হাজবেন্ড’ লেখা কেক কেটেছেন, ‘মাইন’ আর লাভ সাইন দিয়ে ছবি শেয়ার করেছেন। অর্থাৎ, আকারে-ইঙ্গিতে মেনেই নিয়েছেন বিশ্বকর্মা পূজায় তার সিঁথিতে যে সিঁদুর দেখা গিয়েছিল, তা ছিল যশের নামেই। খবর হিন্দুস্তান টাইমসের

সোমবার যশরক জুটিকে দেখা গেল পূজা মণ্ডপে। পূজার বিচারক হিসেবে নানা মণ্ডপ ঘুরে দেখলেন তারা। আর সেই সময়তেই ঢাকি ও পূজা উদ্যোক্তাদের অনুরোধ রাখতে যশের সঙ্গে ঢাক বাজাতে দেখা গেল তাকে। সেই সময় হঠাৎই লাঠি দিয়ে যশকে মারতে যান নুসরাত। যা দেখে চমকে যান যশও। তারপর যশের গা ঘেঁষে দাঁড়িয়ে হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে পূজা উপভোগ করতে দেখা গেছে।
আর সেই ভিডিও সামনে আসতেই একরাশ কটাক্ষ উড়ে এসছে নুসরাতকে ঘিরে। এমনিতেই নানা কারণে বারবার সমালোচিত হচ্ছেন নায়িকা। তারপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন। যদিও ছেলের জন্মের পর যশকেই বাবা হিসেবে জানিয়েছেন তিনি। কারও কারও দাবি, ‘একজন জননেতা, একজন তারকা হিসেবে নুসরাতের উচিত সমাজের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। নিজের নানা কেচ্ছা দিয়ে সমাজকে কলুষিত করা নয়।’

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles