9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মন ভালো নেই শ্রীলেখার

মন ভালো নেই শ্রীলেখার - the Bengali Times I Bengali Newspaper in Canada
শ্রীলেখা মিত্র

এবার পূজায় কোনো আমেজ নেই শ্রীলেখা মিত্রর। সম্প্রতি পোষ্ট করেছেন এক সেলফি। সেখানে মলিন চেহারার শ্রীলেখাকে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব শ্রীলেখা মিত্র। তার ঘটে যাওয়া সব কাহিনী শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি ফেসবুকে স্মৃতিচারণ নামে খুলেছেন অ্যালবাম। যেখান অতীত কাহিনী নিয়মিত পোষ্ট করছেন এই নায়িকা।

আপলোড করা এক ছবিতে শ্রীলেখা ক্যাপশন লিখেছেন, ‘শপিংয়ে বেরিয়েছিলাম মেয়ের জন্য জামা কিনতে।’ এবার পূজায় জামা কেনেননি এই অভিনেত্রী।

- Advertisement -

এই পূজাতে নেই কোনো আমেজ, আনন্দ, উল্লাস। থাকবেই বা কি করে। মাথার ওপরের বটবৃক্ষটা যে আর নেই। সম্প্রতি বাবা হারিয়েছেন এই অভিনেত্রী। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। বাবার স্মৃতি আঁকড়ে কাটছে দিন। মাঝেমধ্যে নিজের অনুভূতি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

হালকা মেকাপ লুকে নিজের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘পূজায় নতুন শাড়ি হয়নি তাই হয়তো এভাবেই দেখবো বা দেখবে। অবশ্য হলেও বা কী, যাবই বা কোথায়।’ ওই একই সাজে আরও এক সেলফি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘পূজার সাজে ছবি না দিতে পারার জন্য দুঃখিত। হয়তো পারব পরে বা নাও পারতে পারি। তবু সবাইকে জানাই শুভ শারদীয়া।’

কয়েক বছর আগে মাকে হারিয়েছেন এই অভিনেত্রী। বাবাও চলে গিয়েছেন না ফেরার দেশে। সব মিলিয়ে একা হয়ে পড়েছেন। কিছুদিন আগে মা, বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আইডল আমার মা, বাবা, আমার সবকিছু আমি হারিয়ে ফেললাম।’

কখনও বাবার ফেসবুক পেজের লিংক শেয়ার করে শ্রীলেখার আকুতি, ‘আমি তোমায় ছেড়ে বাঁচব কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।’

মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তার বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনো পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তার পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম।’

- Advertisement -

Related Articles

Latest Articles