2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যেখানে ভালো খাবার, সেখানেই পূজার নিমন্ত্রণ নেব : জয়া

যেখানে ভালো খাবার, সেখানেই পূজার নিমন্ত্রণ নেব : জয়া - the Bengali Times I Bengali Newspaper in Canada
অভিনেত্রী জয়া আহসান

শুরু হয়েছে দুর্গা পূজা। দেবী দুর্গার অন্য সব ভক্তদের পাশাপাশি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও সমানভাবে উৎফুল্ল। দুর্গা পূজা উপলক্ষে কী করবেন সেসব জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছোট ও বড় পর্দার সমান জনপ্রিয় এই অভিনেত্রী। আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছেন, ‘কলকাতা আমার প্রাণের শহর। ভালোবাসার শহর। পূজায় সেই চেনা শহর যেন একটু অচেনা হয়ে যায়। কোনও প্রিয় মানুষ আচমকা সেজে উঠলে যেমন অবাক লাগে, শারদ-কলকাতাও যেন তা-ই। চার দিকে কত আলো, মাইকে অনবরত গান, পথঘাট ছেয়ে থাকা ছাতিমের মিষ্টি গন্ধ। রাতারাতি আরও সুন্দরী কলকাতা। অনেকগুলো পুজোই এখানে কাটিয়েছি। এ বারও আমি কলকাতায়। পূজোর চারটে দিন নিজের মতো করে কাটাব।’

তিনি বলেন, ‘আমার পূজা মানেই বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা, হাসাহাসি। পূজায় বেশ কিছু বন্ধুর বাড়ি যাওয়ার দাওয়াত ইতোমধ্যেই পেয়েছি। তাই কোথায় আড্ডা দেব, তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু পেটপুজো ছাড়া আবার আড্ডা হয় নাকি। আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়াদাওয়ায় কোনও রকম কমতি নেই। যখন যা ইচ্ছে, তাই খেয়ে নেই। পূজাতেও ভালমন্দ খাবার চাই-ই চাই!’

- Advertisement -

জয়া আহসান বলেন, ‘যে দিন যে বন্ধুর বাড়িতে ভালমন্দ রান্নাবান্না হবে, সে দিন সেখানেই গিয়ে হাজির হবো। তবে দিনভর যা-ই খাই, যতই খাই, শেষ পাতে মিষ্টি লাগবেই আমার।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles