20.9 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

সিঁড়ির নিচে কাঁদছিলো ৩ মাসের শিশু, মা-বাবার সন্ধান নেই

সিঁড়ির নিচে কাঁদছিলো ৩ মাসের শিশু, মা-বাবার সন্ধান নেই

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংকের সিঁড়ির নিচে তিন মাস বয়সী একটি কন্যা শিশুকে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে সিঁড়ির নিচে ওই শিশুর কান্না শুনতে পায় ব্যাংকের সিকিউরিটি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।

সিকিউরিটি গার্ড মোস্তফা ফকির ও স্থানীয়রা জানান, সকাল ৭ টায় ব্যাংকের কেঁচি গেট খুলে উপরে উঠি। পরে কান্না শুনে নিচতলায় এসে দেখেন সিঁড়ির নিচে শিশুটি কাঁদছে। পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে।

সিঁড়ির নিচে কাঁদছিলো ৩ মাসের শিশু, মা-বাবার সন্ধান নেই

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই তাপস কুমার ওঝা বলেন, উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হবে। শিশুটির পাশে একটি ব্যাগও ছিলো। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড় ছিলো।

তিনি বলেন, শিশুটি সুস্থ আছে তবুও মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে মূল ঘটনা জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে।

সূত্র : রাইজিং বিডি

- Advertisement -

Related Articles

Latest Articles