6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিমানবন্দরে যাত্রীর হাত ব্যাগে মিলল ৯০ লাখ টাকার সোনার বার

বিমানবন্দরে যাত্রীর হাত ব্যাগে মিলল ৯০ লাখ টাকার সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ৯০ লাখ টাকার ১২টি সোনার বার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার জব্দ করেন। অভিযুক্ত মো. মিজান উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।

- Advertisement -

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজে চট্টগ্রামে আসেন মো. মিজান উদ্দিন। তিনি বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল থেকে ফোনে কথা বলতে বলতে শৌচাগারের দিকে যেতে থাকেন। এ সময় তাকে সন্দেহ হয় কর্মকর্তাদের। কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার করা হয়।

মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles