6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সশস্ত্র সহিংসতা ও অস্ত্র চোরালান হ্রাসে নতুন উদ্যোগে

সশস্ত্র সহিংসতা ও অস্ত্র চোরালান হ্রাসে নতুন উদ্যোগে
কুইবেকের জননিরাপত্তা মন্ত্রী জেনেভিয়েভে গিলবোল্ট

আগস্টের শুরুর দিকে সশস্ত্র অপরাধ দমনে প্রাদেশিক ও মন্ট্রিয়ল সিটি পুলিশে নতুন একটি ইউনিটের ঘোষণা দিয়েছিলেন কুইবেকের জননিরাপত্তা মন্ত্রী জেনেভিয়েভে গিলবোল্ট। ঘোষণায় সশস্ত্র অপরাধ দমন করতে ৯ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় কুইবেক। এই অর্থে ১০০ এর বেশি পুলিশ কর্মকর্তা ও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে।

কুইবেকের জননিরাপত্তা মন্ত্রী জেনেভিয়েভে গিলবোল্ট কুইবেকে এ ঘোষণা দেন। কুইবেক পুলিশের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সশস্ত্র সহিংসতা ও অস্ত্র চোরালান হ্রাসে সরকারের নতুন এই উদ্যোগের নাম হবে অপারেশন সেন্টার।

- Advertisement -

এই অর্থ নতুন যন্ত্রপাতি ক্রয়ের পাশাপাশি ১০৭ জন কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞ নিয়োগে ব্যয় হবে। তারা প্রদেশে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে কাজ করবে। পাশাপাশি অস্ত্র চোরাচালানের বিচার ও তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে তদন্ত পরিচালনা করবে তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles