9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কোভিড পরীক্ষায় দীর্ঘ সময় লেগে যাওয়ার অভিযোগ

কোভিড পরীক্ষায় দীর্ঘ সময় লেগে যাওয়ার অভিযোগ
ফাইল ছবি

প্রদেশের অনেক পরীক্ষাকেন্দ্রে কোভিড পরীক্ষায় দীর্ঘ সময় লেগে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বলছেন, অপেক্ষমাণ সময়ের বিষয়টি সমাধানে আমরা কাজ করছি। অন্টারিও জনস্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করছে এবং প্রতিদিনই এ নিয়ে আলোচনা হচ্ছে।

এদিকে আগামী সপ্তাহ পর ঠান্ডা ও ফ্লুর মৌসুম শুরু হওয়ায় পরীক্ষার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি স্বীকার করে ডা. মুর শুক্রবার বলেন, ঠান্ডা ও ফ্লুর অনেক উপসর্গ কোভিড-১৯এর উপসর্গকে ঢেকে দেয়। উসর্গ দেখে তৎক্ষণাৎ বলে দেওয়ার উপায় নেই যে কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন কিনা। আমি আপনাদের বলবো, আপনাদের ফ্লু বা কোভিডের সাধারণ উপসর্গগুলো দেখা দিলে ঘরে থাকুন। এরপর পরীক্ষা করুন। ভ্যাকসিনেটেড হলে পরীক্ষাটি করিয়ে নিন। কারণ, আপনার মাধ্যমে ভাইরাস পরিবাহিত ও অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

- Advertisement -

কোভিড-১৯ পরীক্ষায় কি পরিমাণ অপেক্ষমাণ সময় লাগছে নিবিড়ভাবে তা পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে এই ফলে আরও কিছু মূল্যায়নকেন্দ্র চালু করা হবে। ডা. কিয়েরান মুর শুক্রবার এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. মুর বলেন, যাদের মধ্যে উপসর্গ দেখা দেবে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে কোভিড পরীক্ষা করানো নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে পরীক্ষা করা, পরীক্ষার পর তা জনস্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছাতে কি পরিমাণ সময় লাগছে আমরা তা পর্যাবেক্ষণ করছি। আমরা যদি অন্টারিওতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে এর সবগুলোই অত্যাবশ্যকীয়। আরও বেশি মূল্যায়নকেন্দ্রর যদি প্রয়োজন হয় আমরা তা করবো।

- Advertisement -

Related Articles

Latest Articles