3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বুস্টার ডোজের অনুমোদন

জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বুস্টার ডোজের অনুমোদন
ফাইল ছবি

কানাডার এক গবেষণায় দেখা গেছে, যদিও লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের মধ্যে দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ভালো অ্যান্টিবডি তৈরি হয়, তারপরও ছয় মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা সনাক্ত করার পর্যায়ে থাকে না। অন্টারিও, সাস্কেচুয়ান, আলবার্টা ও অতি সম্প্রতি কুইবেকের মতো কয়েকটি প্রদেশ লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের মধ্যে বুস্টার কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ এরই মধ্যে অনুমোদন করেছে।

লং-টার্ম কেয়ার হোমের জ্যেষ্ঠ নাগরিকদের ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে জরুরিভিত্তিতে বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন (এনএসিআই)। ভ্যাকসিনের ইমিউনিটি হ্রাস, সাম্প্রতিক সুরক্ষা উপাত্ত ও দেশে কোভিড-১৯ এর বিস্তারের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর মঙ্গলবার প্রকাশিত নতুন নির্দেশিকায় এ সুপারিশ করা হয়েছে।

- Advertisement -

কমিটি লং-টার্ম কেয়ার হোম ও সিনিয়র হোমের বাসিন্দাদের সর্বশেষ ডোজ দেওয়ার ছয় মাস পর আরেক ডোজ এমআরএনএ ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে। এনএসিআই বলছে, লং-টার্ম কেয়ার হোমের মতো ঘনবসতিপূর্ণ স্থানের জ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে ভ্যাকসিনের সুরক্ষা যে কানাডার বাকি জনগোষ্ঠীর মতো অতো বেশি সময় থাকবে না সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles