8.4 C
Toronto
বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

ভ্যাকসিন গ্রহীতারা ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের স্বার্থপর হিসেবে দেখছেন

- Advertisement -
ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা এর কারণ নিজেরাই তৈরি করছে

কানাডায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার চেয়ে ভ্যাকসিন নেওয়া নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল। এছাড়া অধিকাংশ কানাডিয়ানই সে সময় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের বাড়িতে ঢুকতে দেওয়ার পক্ষে ছিলেন না। সম্প্রতি এক নতুন সমীক্ষায় কানাডায় ভ্যাকসিন নেওয়া ও না নেওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে তথ্য প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশন অব কানাডিয়ান স্টাডিজের জন্য পরিচালিত লেজারের ওই সমীক্ষার ফলাফল অনুযায়ী, প্রতি চারজনের মধ্যে তিনজনই ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যাক জেডওয়াব বলেন, সমীক্ষায় অংশ নেওয়া প্রতি তিনজনের মধ্যে দুইজনই ভ্যাকসিন নেওয়া ও না নেওয়া ব্যক্তিদের মধ্যকার সম্পর্ককে নেতিবাচকভাবে দেখেন।

- Advertisement -

১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৫৪৯ জন কানাডিয়ানের ওপর অনলাইনে সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষার ফলাফল অনুযায়ী, ভ্যাকসিন গ্রহীতারা ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন ও স্বার্থপর হিসেবে দেখছেন।

ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের অনেকে সাম্প্রতি সপ্তাহগুলোতে হাসপাতাল ও স্কুলের বাইরে ভ্যাকসিন পাসপোর্ট ও অন্যান্য জনস্বাস্থ্য বিধিবিধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

- Advertisement -

জেডওয়াব বলেন, এই সময়ে ভ্যাকসিনেশনের বাইরে থাকা ব্যক্তিদের প্রতি উচ্চমাত্রায় শত্রুতা বিরাজ করছে। এই উত্তেজনা বিরাজ করছে পরিবারের সদস্য ও বন্ধু এবং সহকর্মীদের মধ্যে।

- Advertisement -

সমীক্ষার ফলাফল বলছে, ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা এর কারণ নিজেরাই তৈরি করছে। কিন্তু অন্যদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles