2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জরুরি আইনের তদন্ত নথি প্রকাশে সম্মত লিবারেল সরকার

জরুরি আইনের তদন্ত নথি প্রকাশে সম্মত লিবারেল সরকার
জরুরি আইনের তদন্ত সম্পর্কিত স্পর্শকাতর কেবিনেট নথি প্রকাশে রাজি হয়েছে ফেডারেল লিবারেল সরকার

ফ্রিডম কনভয় বিক্ষোভের সময় প্রয়োগ করা জরুরি আইনের তদন্ত সম্পর্কিত স্পর্শকাতর কেবিনেট নথি প্রকাশে রাজি হয়েছে ফেডারেল লিবারেল সরকার। পাবলিক অর্ডার ইমার্জেন্সি কমিশন বলেছে, নথির ব্যাপারে কেবিনেট সুবিধা দাবি না করার অনুরোধ সম্মত হয়েছে সরকার। জরুরি আইন প্রয়োগের সিদ্ধান্তের সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রীরা কেবিনেট সুবিধা বিবেচনা করার কথা বলেছিলেন।

বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণার সময় কেবিনেটের সামনে যা কিছু উপস্থাপন করা হয়েছিল তা সরবরাহ অস্বাভাবিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। অটোয়ার ডাউনটাউন ও স্থল সীমান্তে ফ্রিডম কনভয় অবস্থান নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয় সরকার।
কমিশন বলছে, কমিশনের তদন্তে প্রবেশাধিকার দেওয়া কানাডার ইতিহাসে এই নিয়ে চতুর্থবার। নথিগুলো এখনও হাতে আসেনি। তবে শিগগিরই হাতে আসবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

এই হেমন্তে গণশুনানির আয়োজন করা হবে এবং চূড়ান্ত প্রতিবেদন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles