12.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

উভয় ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে যেখানে

উভয় ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে যেখানে
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট

গত ২২ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালু হয়েছে অন্টারিওতে। এ কর্মসূচির আওতায় জিম, সিনেমা, রেস্তোরাঁ, ক্যাসিনো, স্ট্রিপ ক্লাব ও নাইটক্লাবের মতো জায়গায় কেউ যেতে চাইলে তাকে উভয় ডোজ ভ্যাকসিন নিতে হবে। শুধু তাই নয়, এজন্য দ্বিতীয় ডোজ নেওয়ার পর ১৪ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে কেউ যদি আউটডোর এলাকায় প্রবেশ করেন, কোনো সরবরাহ আদেশ দেন বা সংগ্রহ করেন, ওয়াশরুমে যান অথবা হর্স রেসিং ট্র্যাকে বাজি ধরেন সেক্ষেত্রে তাকে ভ্যাকসিনেশনের স্বপক্ষে প্রমাণপত্র দেখাতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেন, ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রাহকের পরিচয় ও ভ্যাকসিন সনদ যাচাই করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান বা গ্রাহকের যে কেউ এটা পরিপালনে ব্যর্থ হলে পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে।

- Advertisement -

মঙ্গলবার বিকালে তিনি বলেন, রেস্তোরাঁ, জিম অথবা অন্যান্য অনাবশ্যক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিকে প্রবেশ না করতে দেওয়ার কারণে যদি হুমকির সম্মুখীন হয় তাহলে যত দ্রুত সম্ভব ৯১১ এ কল করার অনুরোধ জানাচ্ছি। যাতে করে আমাদের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সহায়তা করতে পারে।

কোনো ব্যক্তির এর ব্যত্যয় ঘটালে তাকে ৭৫০ ডলার জরিমানা গুনতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হবে ১ হাজার ডলার। তবে ব্যবস্থাটি চালু করার পর পুলিশের চাহিদা যেন না বাড়ে সেই প্রত্যাশা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট।

তিনি বলেন, আমার মনে হয় না চাহিদা অনেক বেড়ে যাবে। কারণ, জনগণকে আমরা যৌক্তিক হওয়ার আহ্বান জানাচ্ছি। কি কি পরিবর্তন হচ্ছে, মানুষ যাতে আগেভাগেই তা জানতে পারে সে ব্যবস্থা আমরা করছি।

যেসব নাগরিক বিয়ে অথবা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন তাদেরকেও ভ্যাকসিনেশনের প্রমাণপত্র দেখানোর প্রয়োজন হবে না। তবে সামাজিক অনুষ্ঠানে গেলে ভ্যাকসিন সনদ প্রদর্শন করতে হবে। এছাড়া স্বাস্থ্যগত কারণে যারা ভ্যাকসিন নিতে অপারগ ও ১২ বছরের কম বয়সীরাও এ থেকে অব্যাহতি পাবেন।

১২ থেকে ১৮ বছর বয়সী শিশুরাও ভ্যাকসিনেশনের প্রমাণপত্র ছাড়াই ইনডোর স্পোর্টস ও বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে স্পোর্টসে অংশ নিতে হবে। পাশাপাশি মুদি দোকান, ধর্মীয় আচারানুষ্ঠান, ফার্মেসি ও ব্যাংকে ভ্যাকসিন সনদের প্রদর্শনের প্রয়োজন পড়বে না।

কর্মকর্তারা বলছেন, অতিমাত্রায় সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বাড়তে থাকায় সংক্রমণ হ্রাস ও জনগণকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতেই এই ভ্যাকসিন সনদ কর্মসূচি।

অন্টারিওতে ভ্যাকসিন সনদ চালু হতে বাকি আছে এক সপ্তাহেরও কম সময়। এরপর থেকে রেস্তোরাঁ ও বার, ক্রীড়া অনুষ্ঠান ও কনসার্টে অংশ নিতে চাইলে প্রদর্শন করতে হবে ভ্যাকসিনেশনের স্বপক্ষে প্রমাণপত্র। স্বাস্থ্যগত কোনো কারণ না থাকলে এসব অনুষ্ঠানে যেতে চাইলে প্রথম ও দ্বিতীয় ডোজের রশিদের পাশাপাশি সরকারিভাবে ইস্যুকৃত যেকোনো পরিচয়পত্র দেখাতে হবে। তবে বেশ কিছু ক্ষেত্রে ভ্যাকসিন সনদ প্রদর্শনের প্রয়োজন পড়বে না, যেগুলোর একটি তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে সরকার। ব্যবস্থাটি চালুর সপ্তাহখানেক আগে মঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়। প্রদেশের এই কোভিড-১৯ ভ্যাকসিন সনদ ব্যবস্থার পক্ষে সরকারের অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট।

- Advertisement -

Related Articles

Latest Articles