7.9 C
Toronto
বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

চিকিৎসা সহায়তায় তহবিল ঘোষণা

- Advertisement -
উদ্যোক্তা গ্যারি হার্ভিটজ…ছবি/সিককিডস

জটিল মানসিক স্বাস্থ্য সমস্যয়ায় ভোগা তরুণ ও পরিবারগুলো নিউরোমাস্কুলার, নিউরোইনফ্লেমেটরি ও নিউরোডেভেলপমেন্টাল রোগের চিকিৎসা সহায়তায় টরন্টোর উদ্যোক্তা গ্যারি হার্ভিটজের কাছ থেকে ৫ কোটি ডলার অনুদান পাচ্ছে সিককিডস ফাউন্ডেশন। পেডিয়াট্রিক ব্রেইন ও মানসিক স্বাস্থ্য নিয়ে আরও গবেষণা ও চিকিৎসায় এ অর্থ ব্যয় করা হবে। গ্যারি হার্ভিটজ সেন্টার ফর ব্রেইন অ্যান্ড মেন্টাল হেলথের একজন পরিচালক নিয়োগেরও সুযোগ করে দেবে এ তহবিল।

কোভিড-১৯ মহামারি তরুণদের মানসিক স্বাস্থ্যে কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলেছে সিককিডের গবেষণাতেই তা উঠে এসেছে। সে আলোকে বলা যায়, এই অনুদান বড় ধরনের ভূমিকা রাখবে।

- Advertisement -

অলাভজনক এ ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়েছে, উন্নত গবেষণায়ও কাজে আসবে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles