9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জাপানিজ লীলাক

জাপানিজ লীলাক
ফাইল ছবি

বাসার সামনে বৃষ্টি ভেজা গাছটায় এখন ঝলমল করছে থোকায় থোকায় আম্রমুকুল। আমি আসলে এ নামেই ডাকি।

জানালা খুললেই মিষ্টি সুবাসে ভরে যায় সারা ঘর। মাত্র দু’সপ্তাহের জন্য ফোটে। এদেশের বেশিরভাগ ফুলই সপ্তাহ দু’য়েকের বেশি থাকে না। তবে প্রতি সপ্তাহে চলতে থাকবে চমক; একের পর এক ফুল ফুটবে সিরিয়ালী।

- Advertisement -

সেই মে মাস থেকে অক্টবর পর্যন্ত চলবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। কেউ ফার্স্ট হয় না, আসলেই অংশগ্রহণ করাটা মুখ্য।
আহা, সত্যই যদি আম ধরতো?

জুন ২৩, ২০২২।
নিকন।

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles