22.7 C
Toronto
বুধবার, আগস্ট ১৭, ২০২২

কেমন বর চান, জানালেন জাহ্নবী কাপুর

- Advertisement -
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে মা-বাবার পরিচয়ের বাইরে গড়েছেন নিজের অবস্থান। ইদানীং তাকে পুরুষ বন্ধু ওরহান আওয়াত্রামানির সঙ্গে ঘুরে বেড়াতে, বিভিন্ন পার্টিতে যেতে দেখাতে যায়। আর এ নিয়ে ওরহানের সঙ্গে তার প্রেম চলছে বলে গুঞ্জন চলছে।

এদিকে, প্রেমের গুঞ্জনের মধ্যে জাহ্নবী জানিয়েছেন বর হিসেবে তিনি কেমন বর চান। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন সে কথা।

জাহ্নবী জানিয়েছেন, তার হবু বর কাজের প্রতি শুধু দায়িত্বশীল হবেন এমনটা নয়, বরং যে কাজ তিনি করবেন, তাতে যেন তার আবেগের প্রকাশ দেখা যায়।

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles