16.1 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

‘আমিও প্রেমে পড়েছি, মনও ভেঙেছে’

- Advertisement -
‘আমিও প্রেমে পড়েছি, মনও ভেঙেছে’
অভিনেত্রী পায়েল সরকার। পুরনো ছবি

টলিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ১৯টিরও বেশি সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘এনক্রিপ্টেড’ এর প্রচার চলছে।

প্রচারণার এক ফাঁকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দেন পায়েল। সেখানে ওঠে আসে তার অতীত ও বর্তমান নিয়ে বিভিন্ন তথ্য।

পায়েল বলেন, তিনি সময় কাটান তার প্রিয় সঙ্গী সিনেমা ও ওয়েব সিরিজ দেখে। অন্ধকার ঘরে সিনেমা দেখার সঙ্গে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে পছন্দ করেন।

বন্ধু নির্বাচনের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের ঠিক পরের প্রজন্মকে দেখি কিছু একটা ঘটলে, প্রেমে আঘাত বা মন ভাঙলে চরম একটা সিদ্ধান্ত নেয়। কেন তারা এরকম সিদ্ধান্ত নেয়? তাদের কি ধৈর্য্য কম, নাকি সহ্য ক্ষমতা নেই? আমিও ১৬-১৭ বছর বয়সে প্রেমে পড়েছি। মনও ভেঙেছে। তখন ভেবেছি জীবনে আরও বড় কিছু অপেক্ষা করে আছে। জীবনে বাধা আসবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে। যদিও এখন সোশ্যাল মিডিয়া বড় একটা প্রভাব ফেলছে। এ বিষয়ে একটা প্রশিক্ষণ দরকার।’

নেট মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে প্রেমে বিশ্বাসী নন পায়েল। তার কথায়, ‘একজনকে না চিনে শুধু সোশ্যাল মিডিয়ার আলাপে ডেটে যাওয়া সম্ভব নয়। প্রেমে এত মরিয়া নই আমি।’

তিনি বলেন, ‘আমার বন্ধু খুব কম। পেশা ও বন্ধুত্ব দুটো আলাদা। তবে বন্ধু নেই বললে ভুল হবে। আমরা পার্টি করি, কিন্তু ইনস্টাগ্রামে ছবি দেই না। আমি জানি আমার এই কম বন্ধু কখনো আমার পেছনে কথা বলবে না।’

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles