6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কানাডায় করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে

কানাডায় করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে

কানাডায় করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না বরং উদ্বেগজনকহারে বাড়ছে। কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমানহারে করোনাভাইরাস বেড়েই চলেছে। কানাডায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে জানুয়ারিতেই কোভিডে মৃত্যু বিশ হাজারে পৌঁছতে পারে। লোকসংখ্যার দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওতে প্রতিদিনই প্রচুর সংখ্যক করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কানাডার ক্যুইবেকে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। ব্রিটিশ কলম্বিয়াতে করোনা মহামারির দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আলবার্টায় ক্রমবর্ধমান হারে করোনা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল ও নিবিড় পরিচর্যাকেন্দ্রগুলোতে চাপ পড়ছে।

- Advertisement -

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) দ্বারা প্রকাশিত নতুন মডেলিং থেকে জানা যায়, জনগণ যদি বাহিরের মানুষের সঙ্গে তাদের যোগাযোগের মাত্রা বাড়িয়ে দেয় তাহলে সংক্রমণের সংখ্যা ট্রিপলের চেয়ে বেড়ে দৈনিক ৩০ হাজারের বেশিও হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, কানাডিয়ানরা যদি কেবলমাত্র তাদের বাড়ির বাইরের লোকজনদের সঙ্গে যোগাযোগের বর্তমান স্তরটি বজায় রাখে, সেক্ষেত্রে সংক্রমণের সংখ্যা এখন দৈনিক ৭ হাজার ৯শ’ থেকে বেড়ে প্রায় দৈনিক ১৩ হাজার হয়ে যাবে। মডেলাররা আরও বলে যে, বর্তমান শনাক্ত গণনার ওপর ভিত্তি করে বলা যায়, কানাডা করোনাভাইরাসের বিষয়ে ”খুব দ্রুত বৃদ্ধির গতিতে রয়েছে’।

- Advertisement -

Related Articles

Latest Articles