5.1 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভ্যাকসিনের প্রতি কানাডিয়ানদের আগ্রহ বেড়েছে

ভ্যাকসিনের প্রতি কানাডিয়ানদের আগ্রহ বেড়েছে

কানাডিয়ানদের মধ্যে ভ্যাকসিনের প্রতি আগ্রহ আগের চেয়ে বেড়েছে। মধ্য ডিসেম্বর পরিচালিত এক সমীক্ষায় ৪৮ শতাংশ কানাডিয়ান ভ্যাকসিনের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। মধ্য নভেম্বরে এ হার ছিল ৪০ এবং সেপ্টেম্বরে মাত্র ৩৯ শতাংশ। নতুন সমীক্ষায় আরও ২৩ শতাংশ কানাডিয়ান এখনই ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে আগ্রহ না দেখালেও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

- Advertisement -

ভ্যাকসিন পেতে অধিকাংশ কানাডিয়ানকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। গণহারে ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজনীয় সরবরাহ না পর্যন্ত অর্থাৎ এপ্রিল অথবা আরও কিছু সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কানাডা এখন স্বাস্থ্যকর্মী ও লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে অন্টারিওতে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১০৫ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। রোববার পর্যন্ত ৫ হাজার ৮৮৪ জন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়ে গেছেন।

অ্যাঙ্গাস রিডের সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ ভ্যাকসিন পেতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মত দিয়েছেন। ভ্যাকসিনেশনের গতি ও নির্বিঘœতা নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছেন ম্যানিটোবা ও অন্টারিওর নাগরিকরা। ম্যানিটোবার ৫১ ও অন্টারিওর ৫৪ শতাংশ নাগরিক ভ্যাকসিন বিতরণের কাজ প্রাদেশিক সরকার ভালোভাবে করতে পারছে না বলে মত দিয়েছেন। একই অভিমত ব্যক্ত করেছেন আলবার্টার ৪৩ শতাংশ নাগরিক।

 

- Advertisement -

Related Articles

Latest Articles