18.7 C
Toronto
রবিবার, জুন ২৬, ২০২২

পরকীয়ায় মজেছেন গায়ক, ঘর ছাড়লেন স্ত্রী

- Advertisement -
পরকীয়ায় মজেছেন গায়ক, ঘর ছাড়লেন স্ত্রী
ছবি সংগৃহীত

কলকাতায় বাংলা গানের জগতে পরিচিত নাম দুর্নিবার সাহা। সারেগামাপার মাধ্যমে শোবিজে পথচলা শুরু তার। একের পর এক ছবিতে প্লেব্যাক করার সুযোগ পেয়ে শ্রোতামহলে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে ২০১৭ সালে প্রেমিকা মীনাক্ষি মুখার্জির সঙ্গে আইনি মতে বিয়ে সারেন দুর্নিবার। ২০২১ সালে সামাজিক রীতিতে বিয়ে করেন তারা। তাদের সেই সংসার এখন ভাঙনের মুখ। আর এর নেপথ্যে রয়েছে পরকীয়া।

শোনা যাচ্ছে, অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় মজেছেন দুর্নিবার। ফলে তাদের দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছেছে যে, ইতোমধ্যে গায়কের ঘর ছেড়েছেন স্ত্রী মীনাক্ষি। তবে এ বিষয়ে দুর্নিবার-মীনাক্ষি দু’জনের কেউই মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০১৫ তে ‘সারেগামাপা’র মঞ্চে প্রথম দুর্নিবারকে দেখেছিলেন মীনাক্ষি। এরপর একে অপরের কাছাকাছি চলে আসেন তারা। সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিতে প্রেমকে পরিণয়ে রূপ দেন। সেই সম্পর্কে এখন ফাটল ধরেছে। নিজেদের ভুল বোঝাবুঝি শুধরে সামনে একসঙ্গে পথ পাড়ি দেবেন নাকি আইনিভাবে দুজন আলাদা পথ বেছে নেবেন- তা সময় হলেই জানা যাবে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles