2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে টরোন্টোর পরিকল্পনা

যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে টরোন্টোর পরিকল্পনা

টরন্টোর কমিউনিটি সেফটি জোনের মধ্যে স্কুলের কাছাকাছি স্থান, যেখানে যানবাহনের গতি সীমা লঙ্ঘন ও দুর্ঘটনার ঝুঁকি আছে সেসব স্থানে অটোমেটেড স্পিড এনফোর্সমেন্ট ক্যামেরা নতুন ৫০টি স্থানে বসানো হচ্ছে। পালাক্রমে এসব ক্যামেরা নতুন নতুন স্থানে বসবে এবং মে মাস থেকে তা চালু হবে। গতিসীমা লঙ্ঘনকারী যানবাহনের ছবি ধারণের জন্য প্রতিটি ওয়ার্ডে দুইটি করে ক্যামেরা থাকবে।

- Advertisement -

গতিসীমা লঙ্ঘনের প্রমাণ পাওয়ামাত্র গাড়ির মালিকের নামে টিকিট ইস্যু করা হবে। গাড়িটি কে চালাচ্ছিলেন সেটা এখানে বিবেচনায় নেওয়া হবে না। চালকের ঝুলিতে কোনো নেগেটিভ পয়েন্টও যোগ হবে না এতে। টিকিটের পাশাপাশি লঙ্ঘিত গতিসীমার অনুপাতে জরিমানাও কঠোর হবে। ঘণ্টায় প্রতি কিলোমিটার অতিরিক্ত গতির জন্য জরিমানা দিতে হবে ৫ ডলার। নির্ধারিত সীমার চেয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪৯ কিলোমিটার গতিতে গাড়ি চালালে জরিমানা গুণতে হবে প্রতি কিলোমিটার/ঘণ্টার জন্য সর্বোচ্চ ১২ ডলার। তবে ৭২২ ডলারের টিকিটও ইস্যু করা হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles