8.8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সরকারি কলেজের ডিগ্রিকে গুরুত্ব দিচ্ছে অন্টারিও

সরকারি কলেজের ডিগ্রিকে গুরুত্ব দিচ্ছে অন্টারিও - the Bengali Times
কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী জিল ডানলপ

শ্রমিক সংকট মোকাবেলা করতে সরকারি কলেজের ডিগ্রিকে বিবেচনায় নিচ্ছে অন্টারিও। এর ফলে সরকারি কলেজগুলো এখন থেকে তিন অথবা চার বছরের ডিগ্রি প্রোগ্রাম চালু করতে পারবে। গ্র্যাজুয়েশন সম্পন্নের পর তারা নির্দিষ্ট ক্ষেত্র যেমন অটোমোবাইল খাতে চাকরির প্রস্তুতি নিতে পারবে।

প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের ফলিত ডিগ্রি প্রোগ্রাম দক্ষ কর্মীদের প্রযুক্তি কর্মে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার পাশাপাশি ইলেক্ট্রিক এবং সড়ক ও ট্রানজিটের মতো অবকাঠামো নির্মাণের উপযোগী কর্মী গড়ে তুলতে সহায়ক হবে।

- Advertisement -

কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী জিল ডানলপ বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিনিয়োগ এবং অটোমোবাইল খাতে অন্টারিওকে উত্তর আমেরিকার নেতার আসনে নিয়ে যাওয়ার যে অগ্রাধিকার তানর সঙ্গে মিল রেখেই এ পরিকল্পনা।

প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের হেমন্ত থেকে নতুন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রোগ্রামগুলো মন্ত্রী অনুমোদন করবেন এবং প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কলেজ কর্তৃক প্রদত্ত ডিগ্রির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles