6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

চরম আর্থিক সংকটে শ্রীলংকা, সাহায্যের আবেদন ইয়োহানির

চরম আর্থিক সংকটে শ্রীলংকা, সাহায্যের আবেদন ইয়োহানির - the Bengali Times

চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকা। সেই সংকট নিরসনে এক ভিডিও বার্তায় বিশ্বের কাছে সাহায্যের আবেদন জানালেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি ডি সিলভা। ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেছেন, ‘গানে এমন একটি ভাষা রয়েছে, যা সবাইকে জুড়ে নেয়। আশা করি আমার গান শ্রীলংকার পাশে থাকার সমর্থন জোগাতে সাহায্য করবে।’

- Advertisement -

ইয়োহানি বর্তমানে ভারতে রয়েছেন। কিন্তু দেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে পূর্ণমাত্রায় সচেতন তিনি। ভিডিও বার্তায় গায়িকা বলেছেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরে ভারতে রয়েছি। কিন্তু আমার মন পড়ে রয়েছে শ্রীলংকায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষের কষ্ট দেখে এবং এমন সময় তাদের পাশে থাকতে না পেরে বুক ফেটে যাচ্ছে।’

ভিডিও বার্তায় নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে ইয়োহানি বলেন, ‘আমি শিল্পী ও ব্যক্তি হিসাবে সব সময়ই অরাজনৈতিক ছিলাম। আমি এবং আমার গানের দল কারও অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও আমরা এই নীতি বজায় রাখব। তবে দেশের একজন প্রতিনিধি হিসাবে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের এই আর্থিক সংকটে পাশে দাঁড়াতে ইয়োহানি একটি মিউজিক ভিডিও প্রকাশ করবেন। ভারতে সেই প্রকল্পের কাজ চলছে। তিনি নিজেও ভিডিও বার্তায় সেই খবর জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, কথার চেয়ে গানে বেশি ভালো কাজ হয়। আমি শ্রীলংকার সতীর্থদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারা দেশের এই সংকটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতে চান। আমি আশা করি, ভারত এবং সমগ্র বিশ্ব আমাদের এই উদ্যোগকে সমর্থন করবে এবং শ্রীলংকার মানুষের পাশে দাঁড়াবে।’

ভিডিও বার্তায় এই ভাবে সমর্থন চাওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন শ্রীলংকার সেনা কর্মকর্তার কন্যা ইয়োহানি।

- Advertisement -

Related Articles

Latest Articles