13.1 C
Toronto
মঙ্গলবার, মে ২৪, ২০২২

সমর্থকদের জন্য নিজের প্যান্টটাও খুলে দিলেন তিনি

- Advertisement -
সমর্থকদের জন্য নিজের প্যান্টটাও খুলে দিলেন তিনি - The Bengali Times
ছবি সংগৃহীত

সেভিয়া ছেড়ে ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন ইভান রাকিতিচ। বার্সায় অসাধারণ সব মুহূর্তের সাক্ষী হয়ে ২০২০ সালে আবারও ফিরে যান সেই সেভিয়ায়। তবে সেভিয়ার হয়ে ন্যু ক্যাম্পে ফিরে দারুণ অভ্যর্থনা পাওয়ায় সমর্থকদের অন্তর্বাস ছাড়া পরনের সবকিছুই দিয়ে গেছেন রাকিতিচ।

সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগায় ২ নম্বর উঠে এসেছে বার্সেলোনা। ম্যাচের আগে অনুশীলনের সময় বার্সা সমর্থকরা রাকিতিচকে দারুণভাবে অভ্যর্থনা জানান। যার জবাবে ম্যাচ শেষে জার্সি এবং প্যান্ট খুলে তাদের হাতে তুলে দেন ৩৪ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা।

- Advertisement -

২০২০ সালে বার্সা ছেড়ে সেভিয়াতে ফিরে আসেন রাকিতিচ। সে সময় মাঠে দর্শক প্রবেশের অনুমতি না থাকায় ঠিকঠাক বিদায়ী অভ্যর্থনা পাননি রাকিতিচ। এমনকি গত মৌসুমে রাকিতিচ যখন ন্যু ক্যাম্পে ফিরে আসেন তখনো লকডাউনের কারণে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

তবে এবার রাকিতিচকে অভ্যর্থনা জানানোর উপলক্ষ্য পায় বার্সা সমর্থকরা। ৩৪ বছর বয়সী ক্রোয়াট তারকাও সেই অভ্যর্থনার জবাব দিয়েছেন দারুণভাবে।

বার্সার হয়ে দারুণ সব অর্জন আছে রাকিতিচের। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিলেন রাকিতিচ।

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles